thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

তসলিমাকে গ্রেফতারে নিষেধাজ্ঞা ভারতীয় সুপ্রিমকোর্টের

২০১৩ ডিসেম্বর ১৮ ১৬:৪৮:৫৮
তসলিমাকে গ্রেফতারে নিষেধাজ্ঞা ভারতীয় সুপ্রিমকোর্টের

কলকাতা প্রতিনিধি : বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে কোনো `দমনমূলক পদক্ষেপ` না নেওয়ার জন্য উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দিল ভারতের সুপ্রিমকোর্ট৷

তসলিমার আইনজীবী কে কে ভেনুগোপাল দাবি করেন, টুইটারে তসলিমা যে মন্তব্য করেছিলেন তা তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(এ) ধারায় পড়ে না৷ তার অভিযোগ, শুধু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ওপর নির্ভর করেই এফআইআর দায়ের করা হয়েছে, এবং পুলিশ সে রকম কোনো তদন্তও করেনি৷ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবাবেগে আঘাত দিয়ে ইলেকট্রনিক মিডিয়ায় কিছু প্রকাশ করলে সংশ্লিষ্ট ধারায় মামলা করার সুযোগ রয়েছে৷

সুপ্রিমকোর্টে করা আপিলে তসলিমা ৬৬(এ) ধারা তুলে দেওয়ার আবেদনও জানিয়েছিলেন৷

বিচারপতিদের বেঞ্চের তরফে জানানো হয়, একই আবেদনের ভিত্তিতে সুপ্রিমকোর্টে আরও মামলা ঝুলছে৷ তসলিমার আবেদনের সংশ্লিষ্ট অংশটি আগের মামলাগুলির সঙ্গেই একযোগে বিচার করা হবে৷

অবশ্য সংশ্লিষ্ট মামলা প্রসঙ্গে দায়ের হওয়া এফআইআর খারিজ করার যে আবেদন তসলিমার আইনজীবী জানিয়েছিলেন, তা এ মুহূর্তে মঞ্জুর করা যাবে না বলেই জানিয়েছেন বিচারপতিরা৷ তবে এ ব্যাপারে পরামর্শ চেয়ে উত্তরপ্রদেশ পুলিশের কাছে নোটিশ পাঠিয়েছে দেশটির শীর্ষ আদালত৷

উল্লেখ্য, দিল্লি নির্বাচনের আগে আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং মাওলানা তাকির রাজা খানের মধ্যে বৈঠক নিয়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট- টুইটারে সমালোচনামূলক কথা লিখেছিলেন আলোচিত এ লেখিকা৷

(দ্য রিপোর্ট/এসএম/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর