thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

প্রায়রের অ্যাশেজ শেষ!

২০১৩ ডিসেম্বর ১৮ ১৭:০৪:৩৩
প্রায়রের অ্যাশেজ শেষ!

দ্য রিপোর্ট ডেস্ক : ৩-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে ইতোমধ্যেই বিপর্যস্ত ইংলিশ ক্রিকেটাররা। হাতে আছে আরো ২টি ম্যাচ। সেগুলো জিততে এখন মরিয়া কুকের দল। তাই দলে পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাটপ্রায়রের জায়গায় খেলতে পারেন জনি বেয়ারস্টো। বুধবার এমনটা জানিয়েছেন ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

প্রায়র অ্যাশেজের গত ৩ ম্যাচে ১৭.৮৩ গড়ে করেছেন ১০৭ রান। যার মধ্যে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ৬৯ রানের ইনিংসটি আছে। বাজে ব্যাটিং এর পাশাপাশি কিপিং গ্লাভস হাতেও ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ২টি স্টাম্পিং ও তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ডেভিড ওয়ার্নারের একটি ক্যাচ মিস করেছেন প্রায়র। তখন ওয়ার্নারের রান ছিলো ১৩। শেষ পর্যন্ত ওয়ার্নার সেই ম্যাচে সেঞ্চুরি করেছেন।

২৬ তারিখ থেকে মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে দেখা যেতে পারে জনি বেয়ারস্টো। ২৪ বছর বয়সী বেয়ারস্টো ১২টি টেস্ট খেলে ৩০.২ গড়ে ৫৪৪ রান করেছেন।

ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ভবিষ্যতে আরো ভালো দল গড়ার ব্যাপারে আশাবাদী। তাই দলের সব খেলোয়াড়ের পারফর্মেন্সই বিবেচনায় রাখা হচ্ছে বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর