thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘বিরোধী দলের নাশকতার মধ্যেও যথাসময়ে বই উৎসব’

২০১৩ ডিসেম্বর ১৮ ১৭:১৩:১১
‘বিরোধী দলের নাশকতার মধ্যেও যথাসময়ে বই উৎসব’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেও বছরের প্রথম কর্মদিবসে বই উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিকের সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

জাতীয় শিক্ষাকার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে বুধবার বিকালে এনসিটিবি আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

জামায়াত-শিবিরের নাশকতার সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৩ বছর পর সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চালাচ্ছে জামায়াত-শিবির ও তাদের দোসররা আবার ফণা তুলছে। তারা চোরাগুপ্তা হামলা করে রেললাইন তুলে ফেলছে। ব্রিজ ভেঙ্গে ফেলছে, রাস্তা কেটে ফেলছে। রাস্তায় বাস-ট্রাকে পেট্রোলবোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। অসংখ্য মানুষ আহত হয়ে চরম কষ্টের মধ্যে বেঁচে আছে। তারা ৭১’র মতো আওয়ামী লীগসহ স্বাধীনতার পক্ষের দলগুলোর নেতাকর্মীদের হত্যা করছে। সংখ্যালঘুসহ নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে, লুটপাট করছে। এটি সম্পূর্ণভাবে নাশকতা, সন্ত্রাস, রাষ্ট্রোদ্রোহিতা। স্বাধীনতার পক্ষের প্রগতিশীল সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এখনোই তা রুখতে হবে।’

শিক্ষাখাতের উন্নয়ন তুলে ধরে নাহিদ আরও বলেন, ‘বিগত পাঁচ বছরে আমরা শিক্ষাখাতকে একটি শৃঙ্খলায় আনতে সক্ষম হয়েছি। জানুয়ারির প্রথমদিনেই ক্লাস শুরু ও পাঠ্যবই প্রদান, সুনির্দিষ্ট দিনে পরীক্ষা শুরু, ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ, ভর্তি, তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারসহ অনেক উন্নয়ন ও অগ্রগতি সাধন করা হয়েছে। তারা আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করার লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মসূচি ও নাশকতা চালাচ্ছে। আমরা শত বাধা থাকা সত্বেও ২০১৪ সালের প্রথম কর্মদিবসে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছাবো।’

এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, এনসিটিবি কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রেজাউল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর