thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

স্পিলবার্গের জন্মদিন

২০১৩ ডিসেম্বর ১৮ ১৭:২১:৩৯
স্পিলবার্গের জন্মদিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : হলিউডের খ্যাতনামা পরিচালক এবং প্রযোজক স্টিভেন অ্যালান স্পিলবার্গ ১৯৪৬ সালের ১৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

সিন্ডলার্স লিস্ট ও সেইভিং প্রাইভেট রায়ান চলচ্চিত্রের জন্য তিনি দুইবার একাডেমি পুরস্কারসহ ‘আরভিং দ্য থালবার্গ মেমোরিয়াল’ পুরষ্কার লাভ করেছেন। এছাড়া তার প্রযোজিত ছবি বিভিন্ন ক্যাটেগরিতে পুরষ্কার জিতেছে। ২০০৬ সালে প্রিমিয়ার নামক চলচ্চিত্র সাময়িকী তাকে চলচ্চিত্র শিল্পের সবচেয়ে ক্ষমতাধর এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে। তিনি টাইম সাময়িকীর শতাব্দীর সেরা ১০০ ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন। লাইফ সাময়িকীর ভাষ্যে বিংশ শতাব্দীর শেষে তিনি নিজ প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব।

স্পিলবার্গের চলচ্চিত্র জীবন প্রায় চার দশকের। এই দীর্ঘ সময়ে তিনি ভিন্ন ভিন্ন অনেক ধরন নিয়ে কাজ করেছেন। প্রথম ছবি ১৯৫৯ সালে দ্য লাস্ট গান এবং সর্বশেষ ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত লিংকন। ১৯৭০, ১৯৮০ এবং ১৯৯০-এর দশকের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী তিনটি চলচ্চিত্রেরই নির্মাতা তিনি। এই চলচ্চিত্র তিনটি হল যথাক্রমে জস, ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল এবং জুরাসিক পার্ক।

চলচ্চিত্র জীবনের প্রথম দিকে তিনি যেসব বিজ্ঞান কল্পকাহিনীমূলক এবং অ্যাডভেঞ্চার চলচ্চিত্র নির্মাণ করেছেন সেগুলোকে হলিউডের আধুনিক ব্লকবাস্টার চলচ্চিত্রের আর্কেটাইপ হিসেবে আখ্যায়িত করা হয়। বর্তমান সময়ে তিনি মানবিক আবেগের বিষয়সমূহকে তার চলচ্চিত্রের ধরন হিসেবে বেছে নিয়েছেন। এর মধ্যে রয়েছে দাসপ্রথা, যুদ্ধ এবং সন্ত্রাস।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/ এমডি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর