thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

২২ যুগ্ম সচিব পদে রদবদল

২০১৩ ডিসেম্বর ১৮ ১৮:২৭:১৩
২২ যুগ্ম সচিব পদে রদবদল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনে একজন অতিরিক্ত সচিব ও একসঙ্গে ২২ জন যুগ্ম সচিবকে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা তিনটি আলাদা আদেশে এ রদবদল আনা হয়।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোফাজ্জেল হোসেনকে প্রেষণে সড়ক বিভাগের ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন মিয়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওএসডি) মধ্যে যাদের বিভিন্ন দফতরে পদায়ন করা হয়েছে তাদের মধ্যে মোঃ জামাল হোসেনকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য, মোঃ আবুল হাশেমকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য, আব্দুল হালিম মোল্লাকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক, রবীন্দ্রনাথ শর্মাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক, এ এস এম ইমদাদুদ দস্তগীরকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, কে এম কবির আহমেদকে ভূমি সংস্কার বোর্ডের কোর্ট অব ওয়ার্ডস ঢাকা নওয়াব এস্টেটের ম্যানেজার, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ডা. মোঃ সাজেদুল হাসানকে একই মন্ত্রণালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের উপপ্রধান, অর্থ বিভাগে সংযুক্ত মোঃ আজিজুল আলমকে রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত আব্দুল হাইকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক, মুহাম্মদ শওকত আলীকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সচিব করা হয়েছে।

ওএসডি কর্মকর্তাদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত নাসরীন আক্তারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, গোলাম মোঃ হাসিবুল আলমকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব, মোঃ আজহারুল হক ও মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত মোঃ আকরাম হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, মোঃ হাবিবুর রহমান খানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত এম মাহবুবুল আলমকে ‘১.০৫ লাখ ধারণ ক্ষমতার নতুন গোডাউন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে বিআরটিএর সচিব (যুগ্ম সচিব) নুরুল ইসলামকে বিসিকের পরিচালক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সেফাউল আলমকে আইএমইডির মহাপরিচালক এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদা আখতারকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া সমাজসেবা অধিদফতরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ মাহফুজুল হক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ দেলোয়ার হোসেন খানকে ওএসডি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর