thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শৈলকুপায় পাওনাদারকে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৮ ১৮:৪৭:৫৯
শৈলকুপায় পাওনাদারকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় দেনাদারের লাঠির আঘাতে মারা গেছেন মজিদ জোয়ার্দার (৪৩) নামে এক কাঠ ব্যবসায়ী।

শৈলকুপা উপজেলার ভাটই বাজারে বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মজিদ উপজেলার নাকোইল গ্রামের ফটিক জোয়ার্দারের ছেলে।

স্থানীয়রা জানান, কাঠ ব্যবসায়ী মজিদ জোয়ার্দার ভাটই বাজারের ব্যবসায়ী আক্কেল মোল্লার কাছে পাওনা টাকা চাইতে গেলে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আক্কেল মোল্লা ও তার লোকজন মজিদ জোয়ার্দারকে কাঠ ও লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পাওনা টাকা চাইতে গেলে কাঠ ব্যবসায়ী মজিদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

(দ্য রিপোর্ট/টিএম/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর