thereport24.com
ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৮ জমাদিউস সানি 1446

সরকারি স্কুলে ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

২০১৩ ডিসেম্বর ১৮ ১৮:৫২:৩৩
সরকারি স্কুলে ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনে ঢাকার সরকারি স্কুলে ২০১৪ শিক্ষাবর্ষে ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

মাউশি’র মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ‘এ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে ২০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে।

২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৫ম থেকে ৮ম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২য় থেকে ৮ম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মাউশি’র সূত্রে জানা গেছে, ঢাকার ২৪টি সরকারি স্কুলকে তিনটি গ্রুপ এ, বি, সি-তে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন শ্রেণীতে ভর্তি পরীক্ষা ১৯, ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৯ তারিখের পরীক্ষা এখন ২০ তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, তিনটি গ্রুপের মধ্যে 'এ' গ্রুপে রয়েছে- গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

(দ্য রিপোর্ট/এস/আরএমএম/এমএইচও/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর