thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

শনিবার ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

২০১৩ অক্টোবর ২৫ ২১:৪২:০৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
শনিবার ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করবে ছাত্রলীগ। যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন ও শিবির সভাপতির মুক্তি দাবি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচী দিয়েছে সংগঠনটি।

ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ দিরিপোর্ট২৪কে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি করার বিষয়টি নিশ্চিত করেছেন। সোহাগ বলেন, ‘যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন ও শিবির সভাপতির মুক্তি দাবি করে খালেদা জিয়ার দেয়া আজকের বক্তব্যের প্রতিবাদে কাল শনিবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল পালন করবে বাংলাদেশ ছাত্রলীগ।’

১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় কোনো নাশকতা ঘটেনি। তবে শিবিরকর্মী সন্দেহে ঢাবি ক্যাম্পাসে সাত জন বহিরাগতকে পিটিয়েছে ছাত্রলীগ। এদের মধ্যে তিন জনকে পুলিশে সোপর্দ করা হয়। তাছাড়া সমাবেশ শেষ হওয়ার পর শাহাবাগ ও কাঁটাবন এলাকায় নয়টি ককটেল বিস্ফারণের খবর পাওয়া যায়।

(দিরিপোর্ট২৪/সৌরভ/এমডি/অক্টোবর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর