thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আন্দোলনের মধ্যেই রাশিয়া-ইউক্রেন চুক্তি সম্পন্ন

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:১১:০০
আন্দোলনের মধ্যেই রাশিয়া-ইউক্রেন চুক্তি সম্পন্ন

দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেন থেকে ১৫ বিলিয়ন ডলার (১১ বিলিয়ন ইউরো) মূল্যের বন্ড কেনার চুক্তি করেছে রাশিয়া। এমন সময় চুক্তিটি করা হলো যখন ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করায় ইউক্রেনে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। খবর বিবিসি ও আলজাজিরার।

মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি অর্থনৈতিক চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী রাশিয়া ইউক্রেন থেকে দেড় হাজার কোটি ডলারের বন্ড কিনবে ও দেশটিতে সরবরাহকৃত গ্যাসের মূল্য এক-তৃতীয়াংশ কমাবে।

ইউক্রেনের অর্থনীতিকে চাঙ্গা করতেই রাশিয়া এ শর্তবিহীন চুক্তি করেছে বলে জানিয়েছে মস্কো। এ চুক্তির ফলে দেশটি অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী এ দেশটির সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধন আরো জোরালো করার ঘোষণা দিয়েছে রাশিয়া।

চুক্তিটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। দেশটির প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ বলেছেন, এ চুক্তির ফলে সরকার ঋণখেলাপি থেকে মুক্তি পাবে।

এদিকে সরকারের এ চুক্তির প্রবল বিরোধিতা করেছে বিক্ষোভকারীরা। সরকার রাশিয়ার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছে তারা।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ইইউ’র সঙ্গে ইউক্রেন সরকারের আলোচনা হয়। কিন্তু সেখান থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এরপরই দেশটির সরকার বিক্ষোভকারীদের মতামত উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে এ চুক্তি করল।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর