thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বৃহস্পতিবার চট্টগ্রামে জাপার হরতাল

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:১২:২৮
বৃহস্পতিবার চট্টগ্রামে জাপার হরতাল

দ্য রিপোর্ট সংবাদদাতা : দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জাতীয় পাটি (জাপা)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেয় দলটি।

জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর সদস্য সচিব মোঃ এয়াকুব হোসেন দ্য রিপোর্টকে জানান, এরশাদের মুক্তির দাবিতে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যৌথভাবে এ হরতাল ডেকেছে।

তিনি শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালনের জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

চট্টগ্রাম আদালত চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় জাপা সদস্য ও উত্তর জেলা আহ্বায়ক দিদারুল কবির দিদার, নগর সাংস্কৃতিক পার্টি সভাপতি দীল মোহাম্মদ দিলু, নগর জাপা নেতা ও বাকলিয়া থানা সদস্য সচিব নূরুল আজিজ সওদাগর, সাবেক ছাত্রসমাজ ফোরাম কেন্দ্রীয় যুগ্ম প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

এর আগে বিকেলে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয় চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এইচএস/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর