thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কুষ্টিয়ায় বৃহস্পতিবার আধাবেলা হরতাল

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:২২:১০
কুষ্টিয়ায় বৃহস্পতিবার আধাবেলা হরতাল

কুষ্টিয়া সংবাদদাতা : আটক কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

হরতাল সর্মথনে বুধবার দুপুরে দুই সংগঠনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা দেড়টার দিকে মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে এনএস রোড প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেটে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালিত হবে।

(দ্য রিপোর্ট/এফএপি/এফএস/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর