thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সরকার ছলচাতুরির আশ্রয় নিয়েছে : জামায়াত

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:২৩:৪৭
সরকার ছলচাতুরির আশ্রয় নিয়েছে : জামায়াত

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ বলেছেন, ‘চূড়ান্ত আন্দোলনে দিশেহারা হয়ে সরকার বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি ভিন্নদিকে নিতে বিরোধীদলের ওপর জুলুম-নির্যাতন এবং বিভিন্ন ধরনের ছলচাতুরি ও অপকর্মের আশ্রয় নিয়েছে।’

এক বিবৃতিতে বুধবার বিকেলে মকবুল আহমাদ এ কথা বলেন।

তিনি আগাম আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সরকার বৈদেশিক মিশন, দূতাবাস এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি নাগরিকদের ওপর হামলা ও নাশকতা চালিয়ে তার দায় বিরোধী দলের ওপর চাপাতে পারে।’

সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ অব্যাহত রাখা ও বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এ জামায়াত নেতা।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘ইতোমধ্যেই কলঙ্কজনক ইতিহাস রচনা করে একদলীয় তথাকথিত এ নির্বাচনে অর্ধেকের চেয়ে বেশি আসনে আওয়ামী জোটের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সাড়ে ৫ কোটি মানুষ এ আসনগুলোতে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফলে সরকারের এ নির্বাচনী উপহাস জনগণের কাছে চরমভাবে ঘৃণিত ও প্রত্যাখ্যাত হয়েছে। এ অবস্থায় জনগণের আন্দোলন যখন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলছে সরকার তখন জনগণ ও বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি ভিন্নদিকে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত হত্যাকাণ্ড, জালাও-পোড়াও, ভাঙচুর, উচ্চ আদালতের বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান, সংখ্যালঘুদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগ করে তার দায় বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

(দ্য রিপোর্ট/কেএ/এইচএস/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর