thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

লাকসামে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:২৫:২০
লাকসামে যুবকের মৃতদেহ উদ্ধার

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার লাকসামে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর পুকুর থেকে মোঃ মামুন (২৩) নামে এক রাইসমিল কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার নসরতপুর গ্রামের রহিম মিয়ার পুকুর থেকে বুধবার দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ।

নিহত মামুন নোয়াখালী জেলার সেনবাগের খাজুরিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টায় বাসা থেকে বের হওয়ার পর মামুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বুধবার সকালে নসরতপুর গ্রামের রহিম মিয়ার পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের দ্য রিপোর্টকে জানান, সকালে নসরতপুরে একটি পুকুরে মামুনের মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা থানায় খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলা করার জন্য নিহতের ছোট ভাই নাজমুল হাসানসহ স্বজনরা থানায় উপস্থিত হয়েছেন বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেপি/এফএস/এনডিএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর