thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সোনালি ট্রফি দু’চোখ ভরে দেখলেন ভাগ্যবানরা

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:৩৬:৫৯
সোনালি ট্রফি দু’চোখ ভরে দেখলেন ভাগ্যবানরা

চঞ্চল ঘোষ : বিশ্বকাপের সোনালি ট্রফির আলতো ছোঁয়া গায়ে মেখেছেন দেশের ফুটবলপ্রেমীরা। স্বপ্নের ট্রফি কাছ থেকে দেখেছেন। ট্রফির সঙ্গে ছবি তুলেছেন। আবার ওই সদ্য তোলা ছবি হাতেই হাস্যোজ্জ্বল মুখে বেরিয়ে এসেছেন হোটেল র‌্যাডিসন থেকে। বুধবার বিশ্বকাপের ট্রফির উন্মুক্ত প্রদর্শনের প্রথম দিনে এমন চিত্রই ছিল কঠোর নিরাপত্তার চাদরে মোড়া র‌্যাডিসনের আঙিনা জুড়ে।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের ট্রফি সফর করছে সারা বিশ্বে। এরই অংশ হিসেবে বাংলাদেশ এসেছে স্বর্ণে মোড়া সোনালি দূত। তাকে ভালোভাবেই বরণ করেছে বাংলাদেশ। যদিও সব দর্শকের কপালে ট্রফি দর্শন সম্ভব হয়নি। শুধু কোকোকোলার পাণীয় পান করে যারা বিশেষ টোকেন জিতেছেন। তারাই দু’চোখ ভরে দেখতে পাবেন বিশ্বকাপের ট্রফি।

ট্রফি দর্শনের আগে আগত ফুটবলপ্রেমীদের জন্য বিনোদনের ঘাটতি রাখেনি কর্তৃপক্ষ। তাদের সামনে সারাক্ষণ ঘুরে বেড়িয়েছে ব্রাজিল বিশ্বকাপের মাসকট। শুধু ঘুড়ে বেড়ানো, শিশু থেকে শুরু করে সববয়সের ভক্তদের সঙ্গে ছবিও তুলেছে ফুলেকো। বাবার সঙ্গে ট্রফি দর্শন করতে এসেছিল মাসুম। ৭ বছরের ওই বালক আনন্দঘন সময় পার করেছে। ফুলেকোর সঙ্গে ছবি তোলার পর মাসুম, ‘আমার খুব ভালো লাগছে। ওই রকম জীব আমি কোনোদিন দেখেনি।’

মাসুদ ফুলেকোর সঙ্গে সময় কাটালেও বড়রা ওই দিকে কম নজর দিয়েছেন। বরং ৩ সারিতে দাঁড়িয়ে তাদের বিশ্বকাপ ট্রফি দেখার প্রতিই আগ্রহ ছিল বেশি। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিম বলেছেন, ‘খুব ভালো লাগছে। শুধু টিভিতেই বিশ্বকাপের ট্রফি দেখেছি। এবার বাস্তবে নিজের চোখে দেখবো। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না; কতো আনন্দ লাগছে।’

শুধু কি দর্শক, ট্রফি দেখতে গিয়েছিলেন সদ্যই শেষ হওয়া ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন শেখ জামালের ফুটবলরাও। তারাও ট্রফির সঙ্গে ছবি তুলেছেন। সারিবদ্ধ হয়ে ট্রফি দেখার পর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রফির সঙ্গে দর্শকদের তোলা ছবি হাতে পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাকর্মীরা। ওই ছবি হাতে নিয়ে অনেকেই আনন্দ করতে দেখা গেছে। মোহাম্মদপুর থেকে এসেছিলেন জাহিদ, রবিন, সাব্বির ও রাজ্জাক। ট্রফির সঙ্গে ছবি তুলতে পেরে দারুণ খুশি সবাই। বেসরকারি সফটওয়ার ফার্মের চাকরিজীবী রবিন বলেছেন, ‘খুব কাছ থেকে ট্রফি দেখলাম। স্মৃতি হিসেবে সঙ্গে নিয়ে যাচ্ছি ট্রফির সঙ্গে নিজের তোলা ছবি। এ যে কি আনন্দের তা বলে বোঝানো কষ্টকর।’

প্রদর্শনের প্রথম দিনে ট্রফি দেখেছেন কয়েক হাজার দর্শক। বৃহস্পতিবারও একই জায়গায় ট্রফি দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। সফরে ৩ দিন বাংলাদেশ থাকবে ট্রফি। এরই মধ্যে বিশ্বকাপের ট্রফি ঘুরে এসেছে বঙ্গভবন ও গণভবন। উল্লেখ্য, এই প্রথমবারের মতো বাংলাদেশে সফরে এসেছে বিশ্বকাপের আসল ট্রফি।

(দ্য রিপোর্ট/সিজি/এএস/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর