thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নাশকতার অভিযোগে লালমনিরহাটে গ্রেফতার ৯

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:৪৩:৪৮
নাশকতার অভিযোগে লালমনিরহাটে গ্রেফতার ৯

লালমনিরহাট সংবাদদাতা : অবরোধের প্রথম দিনে লালমনিরহাটের পাটগ্রামে নাশকতার অভিযোগে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার ভোরে অভিযান চালায়। অভিযানে উপজেলা জামায়াতের চার নারী কর্মীসহ ৯ জনকে আটক করে আদালতে সোর্পদ করেছে পু্লিশ।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার ও যৌথ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা মাহফুজুল আল আসাদ দ্য রিপোর্টকে অভিযানে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- উপজেলার কুচলিবাড়ী গ্রামের আবেদ আলী (৫৫), আলমগীর হোসেন (২০), দিলদার হোসেন (২৭), একরামুল হক (১৭), রাসেল মিয়াসহ (১৬) ৯ জন। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।এতে গুলিবিদ্ধ হয়ে জামায়াত-শিবিরের তিনজন নিহত হন। এছাড়াও পাটগ্রাম উপজেলা যুবলীগের এক নেতাকে জামায়াত-শিবিরের কর্মীরা গলা কেটে হত্যা করে। এ ঘটনার পর থেকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/টি/এমএইচও/নূরু/ডিসেম্বর ১৮-১২-২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর