thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাকিস্তানের ভূমিকায় আওয়ামী লীগের নিন্দা

২০১৩ ডিসেম্বর ১৮ ২০:২০:৩৩
পাকিস্তানের ভূমিকায় আওয়ামী লীগের নিন্দা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে পাকিস্তানের আইন পরিষদ যে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছে তার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ নিন্দা জানানো হয়।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত মো. জমির বলেন, পাকিস্তানের আইন পরিষদে কাদের মোল্লার রায় কার্যকর করার পর সেদেশের জামায়াত ইসলাম আইন পরিষদে নিন্দা প্রস্তাব উত্থাপন করেছে। মুসলিম লীগ ও তেহরিক ই-ইনসাফ তা সমর্থন করেছে। আমরা তাদের এ প্রস্তাবের নিন্দা জানাই।

মো. জমির বলেন, পাকিস্তানের এ ধরনের আচরণ বাংলাদেশে বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যকে আরও উৎসাহিত করবে।

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.)ফারুক খান এসময় বলেন, আওয়ামী লীগের আন্তর্জাতিক সাব-কমিটির বৈঠকে যে সব সিদ্ধান্ত হয়েছে তা সরকারের কাছে উত্থাপন করা হবে। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সরকারই নেবে।

মো. জমির আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যায়নি। তাদের এ ধরনের আচরণেও আমরা তীব্র নিন্দা জানাই। এটা তাদের কূটনৈতিক আচরণ বহির্ভূত। সমগ্রজাতি তাদের এ ধরনের আচরণে বিস্মিত।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সাব-কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমিন, নাজমা আক্তার, সৈয়দ শাহেদ রেজা, এস মিজানুর রহমান, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ফরহাদ হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এপি/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর