thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘হাস্যকর নির্বাচন বাতিল করুন’

২০১৩ ডিসেম্বর ১৮ ২০:৩২:১৩
‘হাস্যকর নির্বাচন বাতিল করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : একতরফা নির্বাচন বাতিল, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবিতে গণসংহতি আন্দোলন বুধবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সংগঠনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নির্বাচন ঘিরে হানাহানির রাজনীতি পরিত্যাগ করে দেশের মানুষের শান্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, হাস্যকর নির্বাচনের পথ পরিহার করে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান ছাড়া অন্য কোন পথে দেশে শান্তি ফিরে আসতে পারে না।

হানাহানির কবল থেকে অর্থনীতি, জনজীবন ও দেশ বাঁচাতে একতরফা নির্বাচন বাতিলের বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

জোনায়েদ সাকি যুদ্ধাপরাধীদের প্রশ্নে পাকিস্তান সংসদের ধৃষ্টতার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের মানুষ পাকিস্তানের এই ধৃষ্টতাকে মেনে নেবে না।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম, আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, আবু বকর রিপন, বাচ্চু ভুইয়া, শ্যামলী শীল, প্রবীর সাহাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

(দ্য রিপোর্ট/এম/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর