thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

শঙ্কিত নন সাবেক ক্রিকেটাররা

২০১৩ ডিসেম্বর ১৮ ২০:২৯:০৫
শঙ্কিত নন সাবেক ক্রিকেটাররা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ না খেলেই চলে যাওয়ার পর

থেকে সবার মনে একটিই শঙ্কা; বিদ্যমান রাজনৈতিক অবস্থায় দেশে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ, এশিয়া কাপ ও টোয়েন্টি২০ বিশ্বকাপ মাঠে গড়াবে তো? শঙ্কা থাকলেও তা নিয়ে ভাবনার কিছু দেখছেন না সাবেক ক্রিকেটাররা।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বর্তমান বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, ‘কিসের শঙ্কা। আমি কোনো শঙ্কা দেখছি না। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চলে গেছে। এরপর সবার ভেতর সামনের সিরিজগুলো নিয়ে শঙ্কা থাকাই স্বাভাবিক। কিন্তু একটু ভেবে দেখলেই হয়, খেলাটি ক্রিকেট। যখন দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ চলবে তখন মনে হয় না কোন সমস্যা হবে। কারণ এ খেলা দেখতেই সব দলের নেতারাও মাঠে উপস্থিত হয়ে যান। অর্থাৎ এ খেলার প্রতি সবারই আলাদা টান রয়েছে। যখন ম্যাচ চলবে তখন এরকম কোন পরিস্থিতি থাকবেই না ইনশাআল্লাহ। পরবর্তী সিরিজ হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজে খেলতে জানুয়ারির শেষ সপ্তাহে আসবে শ্রীলঙ্কা। আশা করছি, সব ঠিক হয়ে যাবে।’

একই সুরে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনও। দ্য রিপোর্টকে জানিয়েছেন, ‘যখন সিরিজ শুরু হবে, পরিস্থিতিই ঠিক হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজ দল যে গেছে তা অনূর্ধ্ব-১৯ দল বলেই হয়ত চলে গেছে। কোন জাতীয় দল হলে যেত না।’

সাবেক অধিনায়ক রকিবুল হাসান অবশ্য খানিকটা শঙ্কা দেখছেন। শেষপর্যন্ত ম্যাচটি ক্রিকেট বলে তার মুখেও আবার সব ঠিক হয়ে যাওয়ার সুর। তিনি বলেছেন, ‘আসলে রাজনৈতিক যে পরিস্থিতি তাতে শঙ্কা হওয়া স্বাভাবিক। এখন কোন কিছুই ঠিকভাবে চলছে না। তবে এটাও আবার মনে রাখতে হবে খেলাটি ক্রিকেট। তাছাড়া সামনে যে ম্যাচগুলো আছে তাতে দেশের মান-সম্মান জড়িত। সেটি সব দলই জানে। আগেও এমন হয়েছে খেলার দিন হরতাল বা অবরোধ রাখা হয়নি। খেলাকে হিসেবে এনেই হরতাল, অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এবারও যদি দেশের পরিস্থিতি খারাপ থাকে, তাহলে সেই বিবেচনা করা স্বাভাবিক। আমার মনে হয় শেষপর্যন্ত খেলার সময় কোন শঙ্কা থাকবে না।’

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল চলে যাওয়ার পর আইসিসি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। তবে বিসিবি আইসিসিকে আশ্বস্ত করেছে। কিন্তু আইসিসি আশ্বস্ত হলেও ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। সেই লঙ্কা বোর্ড থেকে আবার শঙ্কা প্রকাশ করা হয়েছে। আরও ২ সপ্তাহ শ্রীলঙ্কা বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এরপর বাংলাদেশে খেলতে আসবে কিনা সেই বিষয়ে বিসিবিকে জানাবে তারা। তবে সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন এ ২ সপ্তাহের হিসেবে শঙ্কামুক্ত ক্রিকেটের ইঙ্গিতই দিয়েছেন। বলেছেন, ‘শ্রীলঙ্কা ২ সপ্তাহ নয়, ৩ সপ্তাহ দেখবে। প্রয়োজনে শেষপর্যন্ত দেখবে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। তারা হুট করে এমন কোন সিদ্ধান্ত নেবে না যাতে করে ২ বোর্ডের সম্পর্কে চিড় ধরে। তারা আসবে জানুয়ারির শেষসপ্তাহে। সেই সময়ের আগে দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে। আশা করছি, ২-৩ সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার না আসার কোন সম্ভাবনাই নেই। আর একটি আন্তর্জাতিক দল যখন দেশে ক্রিকেট খেলবে, তখন সবাই নিশ্চয়ই তা নিয়ে ভাববে। কেউ দেশের অসম্মান চায়না নিশ্চয়ই।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এমআই/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর