thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাকিস্তানের উচিৎ যুদ্ধাপরাধীদের বিচার করা

২০১৩ ডিসেম্বর ১৮ ২০:৫৩:৩৩
পাকিস্তানের উচিৎ যুদ্ধাপরাধীদের বিচার করা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পাকিস্তানের উচিৎ ১৯৭১ সালের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের নিজ দেশে নিয়ে বিচার করা। যেমন জার্মানি করেছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএমবিএস) নির্বাহী পরিচালক আবুল বাসার বুধবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেন।

বিবৃতিতে ১৯৭১ সালে সংঘটিত অন্যায় ও অপকর্মের জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়। পাশাপাশি কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর সেদেশের সংসদে প্রস্তাব উপস্থাপন করায় মুসলিমলীগ সরকারের কঠোর সমালোচনা করা হয়।

আবুল বাসার বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে এদেশে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের এমন অনাকাঙ্খিত আচরণ আমাদের ক্ষুব্ধ ও মর্মাহত করেছে। তারা নিজেদের গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতিশ্রুতিকে ম্লান করেছে।

৭১ সালে যারা পাকিস্তানী বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদেরকে আবারও যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসআর/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর