thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

জাস্টিন বিবারে বিশ্বাস নেই

২০১৩ ডিসেম্বর ১৮ ২১:০০:০১
জাস্টিন বিবারে বিশ্বাস নেই

দ্য রিপোর্ট ডেস্ক : খবর ছাড়া যেন জাস্টিন বিবার থাকতেই পারেন না। খবর হবেন না কেন- ভক্তরা তো এর জন্য মুখিয়ে থাকেন। তিনি সাধারণত যা ঘটিয়ে থাকেন, তাকে ভক্তরা পাগলামী হিসেবেই দেখেন। পাগলামীটা যে তিনি করেছেন তাতে বিশ্বাসের কমতি থাকে না। কিন্তু এবারের কথা কেউ বিশ্বাসই করতে পারছেন না।

মঙ্গলবার তিনি জানান, পরবর্তী এ্যালবাম রিলিজ হওয়ার পরপরই তিনি অবসর নেবেন। এ্যালবামটি সামনের সপ্তাহে বাজারে আসবে।

টিএমজেড ম্যাগাজিন এই বিষয়ে বিবার ভক্তদের সঙ্গে কথা বলেন। তাদের ধারণা এটি কৌতুক মাত্র, ঊনিশ বছর বয়সী এই পপ আইকনের ছেলেমী ইচ্ছা এটি।

এর আগে তাকে দ্য লাফ ফ্যাক্টরি নামের এক অনুষ্ঠানে কমেডিয়ানের চরিত্রে দেখা যায়।
(দ্য রিপোর্ট/ডব্লিউএস/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর