thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুরসির বিরুদ্ধে ‘সন্ত্রাসী আইনে’ অভিযোগ গঠন

২০১৩ ডিসেম্বর ১৮ ২১:৩২:৪১
মুরসির বিরুদ্ধে ‘সন্ত্রাসী আইনে’ অভিযোগ গঠন

দ্য রিপোর্ট ডেস্ক : সন্ত্রাসী আইনে অভিযোগ এনে মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তার বিরুদ্ধে বিদেশি দলগুলোর সঙ্গে ষড়যন্ত্রে জড়িতের অভিযোগ আনা হয়েছে। খবর আলজাজিরার।

গত জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানো মুরসিকে ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনকারীদের হত্যার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বুধবার আদালতে তার বিরুদ্ধে অন্য দেশগুলোর কাছে প্রতিরক্ষা গোপনীয়তা ফাঁসের অভিযোগ আনা হয়। এছাড়া আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগও আনা হয়েছে।

বিদেশি সংগঠনগুলোর সঙ্গে জড়িত ও মিসরের সামরিক তথ্য ফাঁসের অভিযোগে মুরসি ছাড়াও আরো ৩৪ জনকে কাঠগড়ায় দাঁড় করানোর নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর।

বিবৃতিতে প্রসিকিউটর বলেন, মুরসির মুসলিম ব্রাদারহুড মিসরে সহিংস ও সন্ত্রাসী আচরণ করেছে। ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহকে সঙ্গে নিয়ে তারা একটি ‘সন্ত্রাসী পরিকল্পনা’ প্রস্তুত করেছিল।

এদিকে মুরসির আইনজীবী দলের মুখপাত্র মোহাম্মদ আল দামাতি জানান, তারা এ মামলার সঙ্গে জড়িত আদালতের কোনো নথি দেখেননি।

তিনি বলেন, ‘আমরা এ মামলায় আদালতের কোনো নথি পাইনি।’

এ মামলার বিস্তারিত খবর প্রকাশে গণমাধ্যমের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর