thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ছাত্রলীগ নেতা ডিউককে ঢাকায় রেফার্ড

২০১৩ ডিসেম্বর ১৮ ২১:৫৭:০৮
ছাত্রলীগ নেতা ডিউককে ঢাকায় রেফার্ড

রাজশাহী সংবাদদাতা : মহানগরীর মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল আহমেদ ডিউককে ঢাকায় পাঠানো হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুধবার বিকেল ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় নেওয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু সাঈদ দ্য রিপোর্টকে জানান, ডিউকের দুই পা ও বাম হাতের রগ কেটে গেছে। তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। সে কারণে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল আহমেদ ডিউকের বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।

(দ্য রিপোর্ট/বিএইচএল/এমএইচও/শাহ/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর