thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন

২০১৩ ডিসেম্বর ১৮ ২২:০৩:২০
বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন

দ্য রিপোর্ট ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার পক্ষে পাকিস্তানের জাতীয় পরিষদে নিন্দা প্রস্তাব আনার প্রতিবাদে বুধবার দেশের বিভিন্ন স্থানে দেশটির জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়েছে।

বগুড়ায় বুধবার বিক্ষোভ করেছে নাগরিক সমাজ। দুপুরে শহরের সাতমাথা মোড়ে সমাবেশ করে পাকিস্তানের জাতীয় পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। সমাবেশে বক্তরা অবিলম্বে পাকিস্তানের রাষ্ট্রদূতকে বহিষ্কারসহ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বুধবার বিকেল ৪টায় আয়োজিত সমাবেশ শেষে ছাত্রলীগ নেতাকর্মীরা পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন দেয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা সাইফুল ইসলাম রোমেন বলেন, ‘পাকিস্তানের পার্লামেন্টে বাংলাদেশ সরকারের নিন্দা ও কাদের মোল্লাকে ভালো ও নির্দোষ দাবি করায় আমরা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল্লাহ আল আসাদ, সাংগঠনিক সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী, দপ্তর সম্পাদক জালাল আহমদ ও উপ-দপ্তর সম্পাদক সায়েলসহ প্রায় অর্ধশত নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

অন্যদিকে, চট্টগ্রামের নাগরিক সমাজ দেশটির জাতীয় পতাকায় আগুন দেওয়াসহ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের কুশপুত্তলিকা দাহ করে।

দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ‘জেগে ওঠো বাংলাদেশ’ পাকিস্তানের হস্তক্ষেপের প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন সেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ, শ্রমিকনেতা তপন দত্ত, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.চন্দন দাশ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এএইচ/এমকে/কেএএস/এইচএস/এমএআর/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর