thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তির বিল ছিঁড়েছে তৃণমূল

২০১৩ ডিসেম্বর ১৮ ২২:০৫:১৪
বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তির বিল ছিঁড়েছে তৃণমূল

কলকাতা প্রতিনিধি : রাজ্যসভার অধিবেশনে বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি অনুমোদনের লক্ষ্যে সংবিধান সংশোধন সংক্রান্ত বিলটি বুধবার উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। এ সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন অন্যদের নিয়ে হইচই করেন এবং খুরশিদের হাত থেকে বিলটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন । পরে তিনি বলেন, কংগ্রেস পেছনের দরজা দিয়ে বিলটি পাশ করাতে চাইছে।

এর আগে দুটি অধিবেশনে এই বিলটি উত্থাপনের চেষ্টা চালিয়েও বিজেপি ও তৃণমূল কংগ্রেসসহ অসম গণপরিষদ দলেরবিরোধিতায় তিনি সফল হননি। বিলটি নিয়ে আগামী দুইদিনের অধিবেশনে আলোচনা হতে পারে।

তবে রাজ্যসভায় বিজেপি, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা পেরিয়ে যেতে পারলেও লোকসভায় প্রবল বাধার মুখে পড়তে হবে সালমান খুরশিদকে। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দলীয় সূত্র থেকে জানা গেছে, দল দুটি লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিলের বিরোধিতা করবে।

(দ্য রিপোর্ট/এসএম/ডব্লিউএস/এইচএসএম/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর