thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

গণজাগরণ মঞ্চে শিবিরকর্মী আটক

২০১৩ ডিসেম্বর ১৯ ০০:৩৬:৩৯
গণজাগরণ মঞ্চে শিবিরকর্মী আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের তথ্য কেন্দ্রের সামনে এক শিবিরকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে এ আটকের ঘটনা ঘটে।

আটক শিবিরকর্মীর নাম শাহীন রেজা (২২)। তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয়বর্ষের ছাত্র।

শাহবাগ থানা ডিউটি অফিসার এসআই আবদুল মোত্তালেব দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গণজাগরণ মঞ্চের কর্মীরা জানান, শাহীনকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তারা জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার কাছে ইসলামী ব্যাংকের কিছু কাগজপত্র ও একটি মেমোরি কার্ড পাওয়া যায়। গণজাগরণ মঞ্চের কর্মীরা দাবি করেছেন মেমোরি কার্ডে সাঈদীর ওয়াজের বেশ কয়েকটি ভিডিওচিত্র ও হেফাজতে ইসলামের কয়েকজন নিহতের ছবি পাওয়া যায়। এ সময় শাহীন নিজেকে সাবেক ছাত্রশিবিরকর্মী বলে পরিচয় দেয়। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমএইচও/শাহ/এসবি/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর