thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

প্রধানমন্ত্রীকে জাতীয় জাগরণের পরামর্শ ১৪ দলের

২০১৩ ডিসেম্বর ১৯ ০১:৪৫:৫৯
প্রধানমন্ত্রীকে জাতীয় জাগরণের পরামর্শ ১৪ দলের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে নিয়ে জাতীয় জাগরণ তৈরি করার পরামর্শ দিয়েছেন জোটের শরীক ১৪ দল নেতারা।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত ১৪দলীয় জোটের বৈঠকে এ পরামর্শ দেয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার‌্যকর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৪ দল নেতারা অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে শেষ করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি নিয়ে জাতীয় জাগরণ তৈরির পরামর্শ দেয়া হয়েছে।

বৈঠকে পাকিস্তানের সংসদে কাদের মোল্লার ফাঁসি বিষয়ে শোক প্রস্তাব বিষয়ে সমালোচনা করা হয়।

এ ছাড়াও বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত এলাকা সমূহে ১৪দলীয় নেতারা সফর করবেন। বিরোধী দলের ধংসাত্মক কার্যক্রমের প্রতিবাদে রবিবার রাজধানীসহ সারাদেশে ১৪দলীয় জোট বিক্ষোভ সমাবেশ করবে।

অন্যদিকে সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের সমালোচনা করা হয়। এ ছাড়া নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উপস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া দ্য রিপোর্টকে বলেন, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে। বিরোধী দলের নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে। বিরোধী দলের নাশকতা ও ধংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করবে ১৪দলীয় জোট।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর