thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

গণশ্রাদ্ধের অনুমতি না দেওয়ায় বিএনপির নিন্দা

২০১৩ অক্টোবর ০৫ ১৬:০৯:৫৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
গণশ্রাদ্ধের অনুমতি না দেওয়ায় বিএনপির নিন্দা
দিরিপোর্ট২৪ প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদ হিন্দুদের জন্য গণশ্রাদ্ধ অনুষ্ঠান করতে না দেওয়ার প্রধান বিরোধী দল বিএনপি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনার প্রতিবাদ জানান।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের কোনো আমলেই কোনো ধর্মের অনুসারীরা নিরাপদ ছিল না।

মুক্তিযুদ্ধে হিন্দু সম্প্রদায়ের যারা জীবন দিয়েছিলেন, তাদের স্মরণে গণশ্রাদ্ধ আয়োজন করতে চেয়েছিলেন হিন্দু মুক্তিযোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি।

রিজভী এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ করেন, এই সরকার ধর্মনিরপেক্ষতার কথা বলে, কিন্তু তাদের দিয়ে কখনই এ দেশের কোনো ধর্মসম্প্রদায় নিরাপত্তা লাভ করেনি। তারাই বিভিন্ন সময়ে নানা ধর্মীয় জনগোষ্ঠীর উপাসনালয় ভাঙচুর ও ধ্বংস করেছে।

রিজভী বলেন, বিএনপির নেতৃত্বে ১৮ দল সব ধর্ম-বর্ণের মানুষের আত্মিক উন্নতি ও উপাসনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সব ধর্মীয় সম্প্রদায়ের স্রষ্টার কাছে নিঃস্বার্থ আত্মনিবেদনকে নির্বিঘ্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ।

(দিরিপোর্ট২৪/এএস/এমডি/ অক্টোবর ০৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর