thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ১০ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

জানুয়ারিতেই নির্বাচন : অর্থমন্ত্রী

২০১৩ অক্টোবর ২৬ ০৯:২৮:১৫
জানুয়ারিতেই নির্বাচন : অর্থমন্ত্রী
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জানুয়ারি মাসেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শুক্রবার বিকালে সিলেট সদর উপজেলার খাদিনগর ইউনিয়নের বাইশটিলা পয়েন্টে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অর্থমন্ত্রী বলেন, ‘ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার ব্যবস্থা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের যাবতীয় আয়োজন নিশ্চিত করা হয়েছে।’

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশাহ, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমান সরকারের আমলে অর্জিত দেশের সুখ, শান্তি, জনকল্যাণসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন-অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে চাই। আর বিএনপি-জামায়াত এ অর্জন ধ্বংস করে দেশকে আবারো পেছনে নিয়ে যেতে চায়।’

তিনি বলেন, ‘জামায়াত-শিবির এ দেশ এবং দেশের অস্তিত্ব কখনো মেনে নেয়নি। তারা দেশের শান্তি ও মঙ্গল চায় না। সবসময়ই দেশকে ধ্বংস করার অপচেষ্টায় তারা তৎপর। এদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম, এদের বিরুদ্ধেই আগামী নির্বাচন।’

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দেশে জঙ্গিবাদকে কঠোরভাবে নির্মূল করতে সক্ষম হয়েছে। যার ফলে মানুষ স্বাধীন ও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে গেছে।’

আগামী নির্বাচনে জঙ্গিগোষ্ঠীরা যাতে দেশে প্রত্যাবর্তন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর