thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

২০১৩ ডিসেম্বর ১৯ ০৪:০৬:০৭
পাবনায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩

পাবনা সংবাদদাতা : জেলা শহরের শালগাড়িয়া মহল্লায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের এ ঘটনা বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঘটে।

আহতরা হলেন- লিটন হোসেন (২৮), আলমগীর হোসেন (২৯) ও মেহেদী (২২)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।

স্থানীয়রা জানান, যুবলীগের দুই গ্রুপের বিরোধের জেরে সন্ধ্যা ৭টার দিকে কেজি সাহা রোডে দুইপক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়। এতে লিটন ও আলমগীর গুলিবিদ্ধ এবং মেহেদী আহত হন।

আহতাবস্থায় তাদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আলমগীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর