thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জামিনে মুক্ত দেবযানী, জন কেরির দুঃখপ্রকাশ

২০১৩ ডিসেম্বর ১৯ ০৯:৫১:৪৫
জামিনে মুক্ত দেবযানী, জন কেরির দুঃখপ্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক : নিউইয়র্কে গ্রেফতার হওয়া ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে জামিনে মুক্তি পেয়েছেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) শিবশঙ্কর মেননকে ফোন করে দেবযানীর গ্রেফতার ও হেনস্তার বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন।

দেবযানী গ্রেফতার নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কমাতেই কেরি ফোন করেছেন বলে এনডিটিভর প্রতিবেদনে বলা হয়েছে।

জন কেরি ও মেননের কথপোকথনের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ বলেন, দেবযানীর বয়সী দুই মেয়ের বাবা হিসেবে জন কেরি ভারতের কাছ থেকে দেবযানীর গ্রেফতারের বিষয়টি শুনে সহানুভূতি প্রকাশ করেছেন।

জন কেরি টেলিফোনে বলেন, ‘এসব পাবলিক ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ককে খারাপ করতে পারি না।’

এসময় তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি কূটনীতিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেয়া উচিত, যেমনটা মার্কিন কূটনীতিকরা অন্যদেশগুলোতে পান।’

এদিকে ভারতের সরকারি সূত্রে জানা গেছে, কেরি ও মেননের কথপোকথনকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দেবযানীকে গ্রেফতার ও হয়রানির বিষয়টিকে ‘দুঃখজনক’ বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

গত বৃহস্পতিবার নিউইয়র্কের ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে ভিসা আবেদনের ক্ষেত্রে মিথ্যা তথ্য ও গৃহকর্মীকে কম বেতন দেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারের পর তার সঙ্গে ভয়ঙ্কর অপরাধীর মতো আচরণ করা হয়। বিবস্ত্র অবস্থায় তাকে তল্লাশি করা হয়। তার ডিএনএ’র নমুনা নেয়া হয়। পরে তাকে মাদকাসক্তদের সঙ্গে একই সেলে রাখা হয়।

এ ঘটনায় ক্ষুদ্ধ ভারত দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা শিথিল করে। নয়া দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দেয়া হয়। মার্কিন কূটনীতিকদের বিশেষায়িত সুবিধাগুলো কমিয়ে দেয়া হয়।

ভারতের মার্কিন কনস্যুলেটগুলোর কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের পরিচয়পত্র জমা দিতে বলা হয়েছে। তাদের বিমানে ভারত ত্যাগের সুবিধাও প্রত্যাহার করে নেয়া হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের জন্য আমদানি ছাড়পত্রও প্রত্যাহার করে নেয় ভারত।

তবে যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে। দেবযানীর গ্রেফতারের বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। (সূত্র: এনডিটিভি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর