thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বাগেরহাটে বিএনপিকর্মী হত্যা, আটক ১

২০১৩ ডিসেম্বর ১৯ ১০:০৬:০১
বাগেরহাটে বিএনপিকর্মী হত্যা, আটক ১

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোড়েলগঞ্জের বিএনপিকর্মী আফজাল খানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে এশার নামাজ পড়ে উপজেলার ফুলহাতা বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনের বাড়ির কাছে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে রাত ১২টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।

নিহত আফজাল খান উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের কাজল খানের ছেলে।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, স্থানীয় বিরোধের জের ধরে আফজাল খান নামের এক বিএনপিকর্মীকে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। পরে বাগেরহাট হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

(দ্য রিপোর্ট/এএস/এএস/ এমডি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর