thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে

২০১৩ ডিসেম্বর ১৯ ১১:৩৪:৪৫
ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। অল্প সময়ের মধ্যে বাজার নিম্নমুখী হয়। পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতা ফিরে আসলেও তা স্থায়ী হয়নি। তবে দুপুর দেড়টায় বাজার পুনরায় ঊর্ধ্বমুখী হয়।

দুপুর দেড়টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪২৪১ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

বুধবার দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৮২৬ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর দেড়টায় ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৩৩৭ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৮ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর