thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এবার পোলিও টিকা পাবে ২ কোটি ২০ লাখ শিশু

২০১৩ ডিসেম্বর ১৯ ১১:৪৭:৪৪
এবার পোলিও টিকা পাবে ২ কোটি ২০ লাখ শিশু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে পোলিওমুক্ত অবস্থা বজায় রাখতে শনিবার ২১তম জাতীয় টিকা দিবস পালন করবে সরকার। এদিন সারাদেশে ১ লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২ কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে।

২১তম জাতীয় টিকা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শনিবার জাতীয় টিকা দিবসে শূন্য থেকে ৫ বছরের নিচে সব শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। ওই বয়সী শিশু আগে জাতীয় টিকা দিবসে বা নিয়মিত টিকাদান কর্মসূচিতে পোলিও টিকা খেয়ে থাকলে কিংবা আগে কখনো টিকা না খেয়ে থাকলে তাকেও দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে। এমনকি যে সব শিশু ওইদিন জন্মগ্রহণ করবে তারাও বাদ যাবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা কেন্দ্র খোলা থাকবে।’

সচিব বলেন, ‘নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভাসমান শিশুদেরকে রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন জনসমাগম স্থলে স্থাপিত অস্থায়ী কেন্দ্র থেকে টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।’

জাতীয় শিশু হাসপাতালে শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য সচিব ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

২০০৬ সালের ২২ নভেম্বর দেশে সর্বশেষ পোলিও আক্রান্ত রোগী ধরা পড়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, ‘এরপর থেকে দেশে আর কোনো পোলিও রোগী পাওয়া যায়নি।’ বর্তমান অবস্থা বজায় থাকলে আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশ পোলিওমুক্ত হিসেবে সনদ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সচিব।

জাতীয় টিকা দিবস সফল করতে সবার সহযোগিতা কামনা করে নিয়াজউদ্দিন বলেন, ‘একটি শিশুও যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ ডিসেম্বর জাতীয় টিকা দিবস পালনের পর ২২, ২৩, ২৪, ২৬ ডিসেম্বর বাদ পড়া শিশুদের খুঁজে খুঁজে পোলিও টিকা খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খন্দকার সিফায়েত উল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক একেএম আমির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/শাহ/এনডিএস/ডিসেম্বর ১৯,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর