thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মেহেরপুরে যৌথবাহিনীর অভিযান, গুলিবর্ষণ

২০১৩ ডিসেম্বর ১৯ ১১:৫৩:০৫
মেহেরপুরে যৌথবাহিনীর অভিযান, গুলিবর্ষণ

মেহেরপুর সংবাদদাতা : মেহরপুর সদর উপজেলার রাজনগর ও হিজুলী গ্রামে যৌথবাহিনীর অভিযান চলছে। রাজনগরে জামায়াত-শিবিরের কর্মীরা প্রতিরোধ করতে গেলে যৌথবাহিনীর পক্ষ থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

যৌথবাহিনীর সদস্যরা জামায়াত-শিবির নেতাকর্মীদের আটক করে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে বলে স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে।

যৌথবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে সদর উপজেলার হিজুলী গ্রামে অবরোধকারী এবং অবরোধে নাশকতা সৃষ্টির অপরাধে দায়ের করা মামলার আসামি আটকের লক্ষ্যে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ভোর থেকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে যৌথবাহিনীর একটি বিশাল টিম চিরুনি অভিযান শুরু করে। এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যৌথবাহিনীর সদস্যদের প্রতিরোধ করতে গেলে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। তবে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম মোবাইল ফোনে জানান, যৌথবাহিনীর অভিযান চলছে। অভিযান চলাকালে জামায়াত-শিবির পাল্টা প্রতিরোধ গড়ে তুললে তাদের মোকাবিলা করতে কয়েক রাউন্ড গুলি চালান যৌথবাহিনীর সদস্যরা।

(দ্য রিপোর্ট/এমআর/শাহ/এএস/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর