thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাতক্ষীরায় যৌথবাহিনী-জামায়াত সংঘর্ষ, এএসপিসহ আহত ৫

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:১২:২৪
সাতক্ষীরায় যৌথবাহিনী-জামায়াত সংঘর্ষ, এএসপিসহ আহত ৫

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার রইচপুরে জামায়াত-শিবিরের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষে সদর সার্কেলের এএসপি ও এক কনস্টেবলসহ জামায়াত-শিবিরের পাঁচজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধসহ ৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সাতক্ষীরার রইচপুর এলাকায় সকাল সাড়ে ৯টায় জামায়াত-শিবিরের কর্মীরা রাস্তা কেটে অবরোধ করার চেষ্টা করলে যৌথবাহিনী বাধা দেয়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে তিনি নিজে ও একজন কনস্টেবল আহত হন। এ সময় যৌথবাহিনী গুলি চালালে শিবির নেতা আমিনুল ইসলাম লাভলুসহ ৩ জন আহত হন। সেখান থেকে গুলিবিদ্ধ আমিনুল রহমান লাভলু (৪০), সদরের রইচপুরের আলামগীর হোসেন (৩০), আশরাফুল ইসলাম (২৫), শাহীন (২৫), আবুল হোসেন (২৬) ও শওকাত আলীসহ (৩৫) ৬ জনকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ জামায়াত নেতা আমিনুল রহমান লাভলুকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল ইসলাম কবীর দ্য রিপোর্টকে জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ নিয়ে যৌথবাহিনী ১৫ ডিসেম্বর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪ দিনে ৪৮ জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর