thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ২৬ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:১৮:৫১
আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ২৬ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ আগামী ২৬ ডিসেম্বর শুরু হবে।

বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে এ দিন ধার্য করেন।

আজহারের পক্ষে নতুন আইনজীবী হিসেবে আব্দুস সোবহান তরফদার এবং আব্দুস সালাম মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার আগের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান ও অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনিরের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন আইনজীবী আসায় তাদের মামলার নথিপত্র দেখা ও পড়াশোনার জন্য আসামিপক্ষে সময় আবেদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রসিকিউটর নূরজাহান বেগম মুক্তা বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার)ক্যামেরা ট্রায়ালে সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য সাক্ষী হাজির করেছিলাম। কিন্তু আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)দিন ধার্য করেন।’

এখন পর্যন্ত তিনবার আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পেছানো হলো। এর আগে গত ৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, নির্যাতন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে ৬টি অভিযোগ গঠন করা হয়।

ওই দিন একই সঙ্গে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ ডিসেম্বর ঠিক করেছিলেন।

গত ১৮ জুলাই রাষ্ট্রপক্ষ আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। পরে গত ২৫ জুলাই অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত বছর ২২ আগস্ট এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গ্রেফতারি পরোয়ানা জারির পর ওই দিনই তাকে গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/এসএ/শাহ/এমসি/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর