thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পাকিস্তানের ধৃষ্টতার প্রতিবাদে ১৪ দলের কর্মসূচি

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:১৮:৫৮
পাকিস্তানের ধৃষ্টতার প্রতিবাদে ১৪ দলের কর্মসূচি

দ্যা রিপোর্ট প্রতিবেদক : পাকিস্তানের ধৃষ্টতার প্রতিবাদে ১৪ দল রবিবার উপজেলা, সোমবার জেলা ও মঙ্গলবার ঢাকায় ৩ দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এ কর্মসূচি ঘোষণা করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব পাস করার তীব্র প্রতিবাদ জানিয়ে ১৪ দল এই কর্মসূচি ঘোষণা করেছে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দল মনে করে পাকিস্তানের এই আচরণ ধৃষ্টতাপূর্ণ। তাদের আস্ফালন সকল রাজনৈতিক শিষ্টতা বর্জিত।’ এমনকি কূটনৈতিকভাবেও এই আস্ফালন অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি।

গত বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের বৈঠক সম্পর্কে তিনি বলেন, ‘আগামি দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ জানুয়ারি যে কোনো মূল্যে হবেই। কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এই নির্বাচন হতেই হবে।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি-জামায়াত মানবতাবিরোধী অপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষা করতেই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ১৪ দল এইসব চোরাগোপ্তা হামলার তীব্র নিন্দা জানায়। দেশের এই অপশক্তির বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, ‘গত কয়েকদিনে সাতক্ষীরা, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির তাণ্ডব চালিয়েছে। এই সব এলাকায় ১৪ দল পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা চলছে। কিন্তু সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে ৫ জানুয়ারি নির্বাচন হবে। নির্বাচনের সঙ্গে আলোচনার কোনো সম্পর্ক নেই।’

আরেক প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘মহাজোটের কোনো অস্তিত্ব নেই। যেখানে দলীয় প্রার্থী রয়েছে সেখানে দলীয়ভাবে আর যেখানে জোটপ্রার্থী আছে সেখানে জোটগতভাবে প্রচারণা চালানো হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদ আলী খান, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে সিকদার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

(দ্য রিপোর্ট/বিকে/এমসি/এমডি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর