thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মানিকছড়ির পুলিশ সদস্যদের রাত কাটছে তাঁবুতে

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:২৯:৫৭
মানিকছড়ির পুলিশ সদস্যদের রাত কাটছে তাঁবুতে

খাগড়াছড়ি সংবাদদাতা : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে বুধবার সকালে পুড়ে যায় মানিকছড়ি থানার অস্ত্রাগার, মালখানা ও পুলিশ ব্যারাকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। পুলিশ ব্যারাক পুড়ে যাওয়ায় মানিকছড়ি থানা পুলিশ সদস্যদের এখন রাত কাটাতে হচ্ছে তাঁবুতে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জানান, পুলিশ সদস্যদের থাকার জন্য প্রাথমিকভাবে সেনাবাহিনী থেকে ৮০টি, জেলা প্রশাসন ৫০টি কম্বল ও ৫ বান্ডিল দেউটিন বরাদ্দ দিয়েছে।

আগুনে ১ কোটি টাকা মূল্যের ৬৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও প্রায় সাড়ে ৪ হাজার গোলাবারুদ পুড়ে গেছে।

ঘটনার পর গুইমারা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশেদ আলী ও পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/এইচএমপি/শাহ/এফএস/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর