thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

কায়সারের অভিযোগ গঠন শুনানি ২৬ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:৫৯:৪১
কায়সারের অভিযোগ গঠন শুনানি ২৬ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনে থাকা জাতীয় পার্টির সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর আসামিপক্ষের শুনানি ২৬ ডিসেম্বর।

ট্রাইব্যুনাল-২ চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

সকালে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার অভিযোগ গঠনের বিরোধিতা করে শুনানির জন্য সময় আবেদন করেন। পরে চেম্বারে বসে ২৬ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর রানা দাশগুপ্ত কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য শুনানি শেষ করেন। এরপর ১৯ ডিসেম্বর আসামিপক্ষের শুনানির দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

শুনানিতে প্রসিকিউটর রানা দাসগুপ্ত ও মোহাম্মদ জাহিদ ইমাম এবং আসামিপক্ষে আব্দুস সোবহান তরফদার, রেজাউল করিম ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

গত ১১ নভেম্বর ট্রাইব্যুনালে সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের ১৮টি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

গত ১০ নভেম্বর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের নেতৃত্বে প্রসিকিউশন টিম কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন।

ওই দিন প্রসিকিউটর জেয়াদ আল মালুম সাংবাদিকদের জানান, একাত্তরে হবিগঞ্জের কায়সার বাহিনীর প্রধান সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৮টি অভিযোগ সুবিন্যস্থ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর সৈয়দ কায়সারের বিরুদ্ধে ১৬টি অভিযোগ চূড়ান্ত করে প্রসিকিউশন বরাবর প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে প্রসিকিউশন যাচাই-বাছাই করে আরও দুটি অভিযোগ বাড়িয়ে তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। এ মামলায় ৭০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এসএ/শাহ/এনডিএস/ডিসেম্বর ১৯,২১০৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর