thereport24.com
ঢাকা, শনিবার, ৫ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ৯ মহররম 1447

অবরুদ্ধ নাগরিকদের উদ্ধারে দ. সুদানে ব্রিটেনের বিমান

২০১৩ ডিসেম্বর ১৯ ১৩:০৮:৫১
অবরুদ্ধ নাগরিকদের উদ্ধারে দ. সুদানে ব্রিটেনের বিমান

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানে অবরুদ্ধ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠিয়েছে ব্রিটেনের কর্তৃপক্ষ।

ব্রিটিশ নাগরিকরা বৃহস্পতিবার দক্ষিণ সুদানের রাজধানী জুবা ছাড়তে চাইলে তাদের দেশটির ফরেন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

জুবায় অবস্থিত ব্রিটিশ দূতাবাসের বেশ কয়েকজন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

জুবা বিমানবন্দর থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী বিমান চলাচলও শুরু হয়েছে।

চলতি সপ্তাহে জুবায় দেশটির ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত সেনারা ক্ষমতা দখলের চেষ্টা করে। এ সময় দুইপক্ষের সংঘাতে অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে বলে দেশটির সরকারের সূত্রে জানা গেছে। পরে প্রেসিডেন্ট জুবা রাত্রিকালীন কারফিউ জারি করে। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর