thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

২০১৩ ডিসেম্বর ১৯ ১৩:২২:০৪
রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালত। মামলায় শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. সামসুল আলম খান এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৯ জুলাই রীমাসহ তার স্বামী এসএম ফয়জুল ইসলাম, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার আবাসিক হোটেল সেঞ্চুরির ৪০২, ৪০৪ ও ৪০৫ নং কক্ষে ওঠেন।

পরদিন সকালে গৃহবধূ রীমা ও তার স্বামী বাদে বাকিরা হোটেল ছেড়ে চলে যান। শুধু ৪০২ নং কক্ষে থেকে যায় রীমা ও তার স্বামী। বিকেল পর্যন্ত কক্ষ থেকে কেউ বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ওই কক্ষ খুলে রীমার মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ৩১ জুলাই রীমার পিতা ডা. সৈয়দ আব্দুর রশিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় ৫ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন- স্বামী এসএম ফয়জুল ইসলাম, শ্বশুর আব্বাস শাহ, শাশুড়ি ফরিদা বেগম, ননদের স্বামী হারুন অর রশিদ ও ননদ মোসা. শিমুল।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এন্তাজুল হক বাবু, আসামিপক্ষের অ্যাডভোকেট একরামুল হক ও অ্যাডভোকেট আবু বকর।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এফএস/শাহ/এএস/ডিসেম্বর ১৯ ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর