thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

কোটচাঁদপুরে আ.লীগ অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

২০১৩ ডিসেম্বর ১৯ ১৩:৩৩:৪৫
কোটচাঁদপুরে আ.লীগ অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ১৮ দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে অবস্থিত কার্যালয়ে থাকা আসবাবপত্র ভাঙচুর ও আগুন দেয় ১৮ দলের নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগ অফিসের গেট ভেঙে প্রবেশ করে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল করে।

কোটচাঁদপুর থানার ওসি শাহজাহান আলী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ১৮ দলীয় নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন দেয়। এতে অফিসের সব কাগজপত্র পুড়ে যায়।

এদিকে কালীগঞ্জে টায়ার জ্বালিয়ে ও মহেশপুরে গাছ ফেলে সড়ক অবরোধ করেছে ১৮ দলের নেতাকর্মীরা। সকালে কালীগঞ্জ উপজেলার খুলনা-কুষ্টিয়া মহাসড়কের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পিকেটাররা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে সড়কে যান চলাচলের স্বাভাবিক করে।

অন্যদিকে মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া বাজারের সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক অবরোধ করে।

(দ্য রিপোর্ট/টিএম/শাহ/এএস/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর