thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

দুর্নীতি ও বিশ্বাসভঙ্গ মামলায় এসপির যাবজ্জীবন

২০১৩ ডিসেম্বর ১৯ ১৩:৫৬:৪১
দুর্নীতি ও বিশ্বাসভঙ্গ মামলায় এসপির যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সৈয়দপুর রেলওয়ের এসপি মোস্তফা কামালকে দুর্নীতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা করেছেন বিশেষ জজ আদালত-৩। একই মামলায় ওয়াহিদ মিয়াকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

দুর্নীতির মাধ্যমে বিশ্বাসভঙ্গ এবং এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদের ব্যবসার ক্ষতিসাধন করায় আদালত এ রায় দিয়েছেন।

সালাউদ্দিন আহমেদ ২০০৩ সালে সিএমএম কোর্টে মোস্তফা কামালের বিরুদ্ধে মামলাটি করেন।

এর আগে ২০০২ সালের ২২ ডিসেম্বর সৈয়দপুর রেলওয়ে পুলিশে কর্মরত মোস্তফা কামাল এসএ পরিবহনের স্বত্বাধিকারী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে মাদক ও নারী পাচার মামলা করেন। সেই মামলায় সালাউদ্দিন নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পান। পরে তিনি মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতি ও বিশ্বাসভঙ্গের মামলা করেন।

(দ্য রিপোর্ট/জে/এমসি/শাহ/এমডি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর