thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

অগ্রিম টিকিট কেনার ধুম

২০১৩ ডিসেম্বর ১৯ ১৪:৩২:০৬
অগ্রিম টিকিট কেনার ধুম

দ্য রিপোর্ট ডেস্ক : বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুম থ্রি’ শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে। দ্বিগুণের চেয়েও বেশি বৃদ্ধি করা হয়েছে টিকিটের মূল্য। ‘ধুম থ্রি’ দেখার জন্য এরই মধ্যে ভারতের হলগুলোতে অগ্রিম টিকিট কেনার ধুম পড়েছে।

এখন দেখার বিষয়, বহুল আলোচিত ও প্রতীক্ষিত এই ছবিটি বক্স অফিস রেকর্ড ভাঙতে কতটুকু সক্ষম হয়। ছবিতে আমির খান ও অভিষেক বচ্চন ছাড়াও আরো অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও উদয় চোপড়া।

এদিকে মুক্তির ঠিক আগ মুহূর্তে দ্বন্দ্বে জড়ালেন ছবিটির মুখ্য দুই অভিনেতা। একদিকে অভিষেক বলছেন ছবিটির মূল নায়ক তিনি, অন্যদিকে আমির খান বলছেন ছবিটির মূল নায়ক অন্য কেউ নয়, শুধু আমিই।

উল্লেখ্য, ‘ধুম’- এর তিনটি সিরিজে অনেকে এসেছেন, আবার চলেও গিয়েছেন। কিন্তু অভিষেক বচ্চন আর উদয় চোপড়া ধুম-এর প্রতিটি সিরিজেই অভিনয় করেছেন। `ধুম`-এর প্রথম সিরিজে ভিলেনের ভূমিকায় অভিনয় করেছিল জন আব্রাহাম, ধুম টু-তে ছিলেন হৃতিক রোশন আর এবার আছেন আমির থান। আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণা আচারিয়া।

(দ্য রিপোর্ট/ওএস/এমসি/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর