thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

‘গন্তব্যের ট্রেন মিস’

২০১৩ ডিসেম্বর ১৯ ১৪:৫৬:২৯
‘গন্তব্যের ট্রেন মিস’

ঢাবি প্রতিবেদক : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনাদের গন্তব্যের ট্রেন মিস হয়েছে। এখন আমাদের আর কিছু্ই করার নেই। আমাদেরও প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে অংশ নিতে ভাল লাগে না। কিন্তু বাধ্য হয়ে অংশ নিতে হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ট্রেন যেমন স্টেশন থেকে ছেড়ে গেলে সেটাকে আবার ওই প্লাটফর্মে আনা সম্ভব নয়, তেমনি এ নির্বাচনে নতুন করে তফসিল ঘোষণা করা সম্ভব নয়। আসুন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুব্ধ হয়ে ক্ষুধা, দারিদ্র্য ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ি।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া যদি সেদিন শেখ হাসিনার আমন্ত্রণের সাড়া দিয়ে আলোচনায় অংশগ্রহণ করতেন তাহলে দেশের এ অবস্থা হতো না। আমাদেরও এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন করতে হতো না।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আমার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। কারণ আমি একাদশ নির্বাচন নিয়ে কথা বলিনি। এমন কী আমি দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কোনো কথা বলিনি।’

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিশিষ্ট সাংবাদিক শাহীন রেজা নূর, প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারাকাত।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

আলোচনাসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএইচ/এনডিএস/রাসেল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর