thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সিরাজগঞ্জে ট্রাকে আগুন, ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ১৯ ১৫:২৩:৩৮
সিরাজগঞ্জে ট্রাকে আগুন, ভাঙচুর

সিরাজগঞ্জ সংবাদদাতা : ৭২ ঘণ্টা অবরোধের শেষদিন বৃস্পতিবার ভোরে সিরাজগঞ্জের কোনাবাড়ী এলাকায় দুটি ট্রাকে আগুন ও অন্তত ৫টি ট্রাক ভাঙচুর করেছে অবরোধকারীরা।

পুলিশ ও অবরোধকারীরা জানান, বৃহস্পতিবার ভোররাতে অবরোধ সমর্থনকারীরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কোনা বাড়িতে পিকেটিং করে। এ সময় তারা ২টি ট্রাকে অগ্নিসংযোগ করে ও ৫টি ট্রাক ভাঙচুর করে। পুলিশ আগুনে পুড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়ে যায়।

এদিকে, সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের কাঠেরপুল মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে শিবিরকর্মীরা। এ সময় তারা রাস্তায় অবস্থান নিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/আরকে/এফএস/এএস/রাসেল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর