thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪০

২০১৩ অক্টোবর ২৬ ১০:৫৯:২৬
সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪০
দিরিপোর্ট২৪ ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি সুক ওয়াদি বারাদা এলাকায় একটি মসজিদে কাছে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। খবর আলজাজিরার।

শুক্রবার জুম্মার নামাজের সময় ঘটা এ বিস্ফোরণে নিহতদের মধ্যে কমপক্ষে তিন শিশু ছিল বলে মানবাধিকার সংস্থা জানায়।

আসাদ সরকার এই বিস্ফোরণের জন্য বিরোধীদের দায়ী করেছে বলে সরকারি বার্তা সংস্থা সানা জানায়।

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সুক ওয়াদা বারাদা মসজিদ প্রেসিডেন্ট বাশার-আল আসাদের অনুসারীরা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।

আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান সিরিয়া বিষয়ক এক পর্যবেক্ষক জানান।

সাম্প্রতিক সময়ে সিরিয়ায় গাড়ি বোমা হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত দেড় বছরে সিরিয়াজুড়ে সহিংসতায় প্রায় এক লাখ ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যম জানায়।

(দিরিপোর্ট২৪/জেএম/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর