thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘প্রার্থীদের হলফনামা যাচাই করে বিশৃঙ্খলা করবে না দুদক’

২০১৩ ডিসেম্বর ১৯ ১৫:৪২:২৪
‘প্রার্থীদের হলফনামা যাচাই করে বিশৃঙ্খলা করবে না দুদক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদের হলফনামা যাচাই করে এ মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে নির্বাচন শেষে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে কমিশন তা খতিয়ে দেখবে।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু এসব কথা জানান।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদের হলফনামা যাচাইয়ের বিষয় এ মুহূর্তে কমিশনের মাথায় নেই। দেশে বর্তমানে নির্বাচনী হাওয়া বইছে। এখন দুদক এসব বিষয় নিয়ে ঝাপিয়ে পড়লে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসলে তা নির্বাচনের পর খতিয়ে দেখা হবে।’

দুদক বর্তমানে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে- এমন অভিযোগের তীব্র সমালোচনা করে কমিশনার বলেন, ‘গত দুই বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়নি। পক্ষান্তরে সরকারদলীয় পাঁচজন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর এক উপদেষ্টাকে দুদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন তাকে কোনো ছাড় দিচ্ছে না দুদক।’

বিএনপি নেতা মওদুদ আহমদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘মওদুদ আহমদের কৃতকর্মের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গুলশানের বাড়ি দখলের অভিযোগটি আমরা ২০১০ সালে অনুসন্ধান শুরু করি। পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অনুসন্ধানকারী কর্মকর্তা মামলাটি দায়ের করেছেন।’

এছাড়া নির্বাচনের আগে ‘দুদক সংলাপ’করার কথা থাকলেও তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভব নয় বলেও জানান তিনি।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ সময় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর