thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ইমরান এইচ সরকার আহত, আটকদের নেয়া হচ্ছে ডিবিতে

২০১৩ ডিসেম্বর ১৯ ১৬:১০:৩৮
ইমরান এইচ সরকার আহত, আটকদের নেয়া হচ্ছে ডিবিতে

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তাকে প্রথমে গুলশান-২ এর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

‘স্লোগান কন্যা‘ শাম্মী আক্তারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশের হাতে লাঞ্ছিত হন সরকার দলীয় সংসদ সদস্য তারানা হালিম। আটকদের ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে নেয়া হচ্ছে।

অবশ্য এ ঘটনার কিছুক্ষণ পর তারানা হালিম বলেন, ‘সরকারের নির্দেশে পুলিশ এ কাজ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে কাদের ইন্ধনে পুলিশ এ হামলা চালিয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএইচ/এইচএসএম/রাসেল/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর