thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

নির্বাচন আমাদের মত প্রকাশের মাধ্যম

২০১৩ ডিসেম্বর ১৯ ১৬:২৯:২৯
নির্বাচন আমাদের মত প্রকাশের মাধ্যম

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুষমা সরকার অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন। এটিএন বাংলায় বৃহস্পতিবার ৮টায় প্রচার হবে সুষমা অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রজ্ঞা পারমিতা’। নাটক ও নানা বিষয় নিয়ে সুষমা সরকারের সঙ্গে কথা হয় দ্য রিপোর্টের।

দ্য রিপোর্ট : কেমন আছেন?

সুষমা : এইতো ভালো। শুটিংয়ে।

দ্য রিপোর্ট : কি নিয়ে ব্যস্ত?

সুষমা : আপতত এক ঘণ্টার নাটক করছি। ধারাবাহিক নাটকই বেশি করা হচ্ছে। অনএয়ারে যাচ্ছে ৬টি ধারাবাহিক। আরো কয়েকটির কথা চলছে।

দ্য রিপোর্ট : রাজনৈতিক অস্থিরতার মধ্যে এতো নাটকে সময় মেলাচ্ছেন কিভাবে?

সুষমা : কি করবো? প্রচার চলতি নাটকের কাজ তো করতেই হবে। আমার বাসা উত্তরায় হওয়ায় সুবিধা একটু বেশি। কারণ বেশিরভাগ নাটকের শুটিং উত্তরায় হয়। আর যেগুলো বাইরে হয়, সেখানে অ্যাম্বুলেন্সে করে যাতায়াত করতে হয়। আতংকের মধ্যেই কাজ করছি।

দ্য রিপোর্ট : চলচ্চিত্রের কি খবর?

সুষমা : সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’ চলচ্চিত্রের শুটিং শেষ। কবে মুক্তি পাবে জানি না। রাজনৈতিক পরিস্থিতির কারণে চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়েছে। আর সামুরাই মারুফের ‘পারলে ঠেকা’ চলচ্চিত্রের কাজ আটকে গেছে। একটি গানের শুটিং করেছিলাম। এরপর আর জানি না।

দ্য রিপোর্ট : দেশ নিয়ে কি ভাবছেন?

সুষমা : অস্থিরতা চাই না। নির্বাচন চাই। ওইটাই তো আমাদের মত প্রকাশের একমাত্র মাধ্যম।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/নূরু/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর